কিভাবে numpy ইনস্টল করবেন।
Python ব্যবহার করে ML এর জন্য Numpy কোন বিকল্প নেই। Python এর গুরুত্বপূর্ণ লাইব্রেরিগুলোর মধ্যে এটা অন্যতম। Numpy মূলত array নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। অনেক বড় মাল্টিডিমেনশন array তেও আপনি numpy ব্যবহার করে বিভিন্ন গাণিতিক ফর্মূলা অনেক সহজেই এল্পাই করে ফেলতে পারবেন।
চলুন দেখি কিভাবে লাইব্রেরিটি ইনস্টল করবেন। আপনি যদি windows ব্যবহার করে থাকেন তাহলে cmd তে নিচের কমান্ডটি রান করলেই হবে।
pip install numpy
MACOSX অথবা লিনাক্স ব্যবহারকারীরা নিচের কমান্ডটি টার্মিনালে রান করুন।
pip3 install numpy
pip3 মূলত Python3 কে নির্দেশ করে। এখন আপনি নিচের কোডটি রান করে ভেরিভাই করে নিতে পারেন যে numpy ইনস্টল হয়েছে কি না।
import numpy as np a = np.array([1,2,3]) print(a.shape)
কোনরকম এরর না দিয়ে যদি (3,) আউটপুট আসে, তারমানে numpy এখন ব্যবহার করার জন্য তৈরী।
Previous Article
Jupyter Notebook

Next Article
Im agree